পরবর্তী ব্যাচের সময় সূচি

রেজিস্ট্রেশন শুরু: ডিসেম্বর ১০, ২০২১ (শুক্রবার)
ব্যাচের ওরিয়েন্টশন: ডিসেম্বর ২৮, ২০২১ (মঙ্গলবার)
রেজিস্ট্রেশন শেষ: ডিসেম্বর ২৪, ২০২১ (শুক্রবার)
ব্যাচের ক্লাস শুরু: জানুয়ারি ২৮ তা ২০২১ (মঙ্গলবার)

তুমি ৫ম ব্যাচে এনরোল করতে আগ্রহি হলে, ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে রাখো

এই কোর্স থেকে কি কি শিখতে পারবে:

reload
Registerd Now
660 Videos
300 Quizes
11 Assignments

৳ 5500

ফটাফট কয়েকটা ভিডিও দেখে HTML, CSS শিখে ফটাফট চমৎকার দুইটা ওয়েবসাইট বানিয়ে ফেলবে। এবং সেগুলার লিংক যেকারো সাথে শেয়ার করে ভাব পেটাতে পারবে।

বুটস্ট্রাপ (bootstrap) নামক পপুলার ফ্রেমওয়ার্ক এর খুঁটিনাটি ভাজা ভাজা করে ফেলবে। তারপর সেটা দিয়েও দুইটা ই-কমার্স ওয়েবসাইট বানিয়ে ফেলবে। কি মজা !

জাভাস্ক্রিপ্টের ছয়টা মেইন জিনিস, জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রবলেম সলভিং, ইন্টারভিউ এর প্রশ্ন-উত্তর। এমনকি ES6 দিয়ে তোমার নলেজকে যোগোপযোগী করে তুলবে

জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্যাংকের deposit, withdraw এর লাইভ ক্যালকুলেশন থাকছে। তারপরই থাকছে ই-কমার্স সাইটের শপিং কার্টের হিসাব-নিকাশ করার সিস্টেম

সার্ভার সম্পর্কে ধারণা, REST API কল করে JSON ডাটা লোড করা, node, mongodb (database), chrome devtool দিয়ে ডিবাগিং সম্পর্কে ধারণা দেয়া হবে।

কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দুনিয়ার সবচেয়ে বেশি চাকরি যে জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক এ (React), সেটা দিয়ে পরিপূৰ্ণ একটা ওয়েবসাইট একদম শূন্য থেকে শেষ পর্যন্ত দেখানো হয়েছে।

React দিয়ে সম্পূর্ণ প্রফেশনাল ওয়েবসাইট। ডাটাবেজ, সার্ভার সাইড, হোস্টিং, পেমেন্ট সিস্টেম, লগইন, রাউটিং দিয়ে ১০০% ক্লায়েন্ট-রেডি ওয়েবসাইট বানিয়ে দেখানো হবে।

কাজের প্রয়োজনে Firebase Authentication, TypeScript, Sass, Tailwind, গুগল ম্যাপ api সহ এমন আরো অসংখ্য প্রয়োজনীয় টুলস এর সাথে পরিচয় করিয়ে দেয়া হবে।

সর্বমোট ১১টা প্রজেক্ট তুমি নিজে করবে। আমাদের হেল্প নিয়ে। এছাড়াও ৫টা ওয়েবসাইট আমরা দেখিয়ে দিবো। যেগুলা করতে করতে তুমি নিজের অজান্তেই পরিপূর্ন ওয়েব ডেভেলপার হয়ে উঠবে।

এনরোল করার ১২ সপ্তাহের মধ্যে পুরা কোর্স সিরিয়াসলি কমপ্লিট কারীদের নিয়ে আমরা তৈরি করবো Super Charged Interviewee Club (SCIC) সিক্রেট ক্লাব। যাদের স্পেশাল ইন্টারভিউ ট্রেনিং দিয়ে রেজুমি পাঠিয়ে দিবো বিভিন্ন কোম্পানিতে ইন্টার্ন বা ডেভেলপার হিসেবে চাকরি পাওয়ার জন্য।

তবে যারা একটু ফাঁকিবাজ তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে। প্রত্যেক ভিডিও এর পরে প্রশ্ন থাকছে। প্রত্যেক মডিউল শেষে ফাইনাল কুইজ আছে। আর প্রত্যেকটা প্রজেক্টের পর একটা করে টেক-এওয়ে হোমওয়ার্ক আছে।

এই কোর্স ফলো করে কেউ যদি ওয়েব ডেভেলপার না হতে পারে, দুনিয়ার আর কেউ তাকে ওয়েব ডেভেলপার বানাতে পারবে না

এই কোর্সের বিশেষত্ব কি?
এই কোর্স কিভাবে চলবে?
reload required

এইটা কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট এর কোর্স:

শূন্য থেকে একজন জুনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে চাকরি

পাওয়ার জন্য যা যা লাগে তার সবকিছুই ধরে ধরে শিখানো হয়েছে এই কোর্সে। সো, এই কোর্স ভালোভাবে ফিনিশ করলে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে আর কোথাও কোন কোর্স না করেই ইন্টার্ন বা চাকরির চেষ্টা শুরু করে দিতে পারবে।

reload required

আনলিমিটেড সাপোর্ট:

কোর্স চলাকালীন সময়ে ২৪ ঘন্টার মধ্যে তোমার যেকোন প্রশ্নের উত্তর দেয়া হবে (ছুটির দিন বাদে)। পেঁচগি মার্কা

কোন প্রবলেম হলে প্রতিদিন ২/৩ বার গুগল হ্যাংআউট এ এসে তোমার স্কিন শেয়ার করে প্রবলেম সলভ করা হবে। আর কোর্স শেষ হয়ে গেলে (৩মাস পরেও ) তোমাকে লুজ সাপোর্ট দেয়া হবে

reload required

স্পেশাল ইন্টারভিউ প্রিপারেশন গ্রূপ:

যারা ডেইলি ডেইলি কাজ করবে। প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা সময় দিবে। জানপ্রাণ দিয়ে সিরিয়াসভাবে কোর্স নির্দিষ

সময়ের মধ্যে ফিনিশ করবে। তাদের নিয়ে তৈরি করা SCIC (Super Charged Interviewee Club) । এইটা ৪ থেকে ৬ সপ্তাহের স্পেশাল ট্রেনিং। যেটার জন্য আলাদা কোন ফি নাই। একটাই যোগ্যতা: সিরিয়াস হার্ডওয়ার্ক করে নিদৃস্ট সময়ের মধ্যে মেইন কোর্স ফিনিশ করা।

reload required

জব প্লেসমেন্ট কোচ:

যারা SCIC তে সুযোগ পাবে। এবং সেটা ঠিক মতো শেষ করবে আরো ৪ থেকে ৬ সপ্তাহ লেগে থাকবে। তাদের আরো পার্সোন

হয়েছে এই কোর্সে। সো, এই কোর্স ভালোভাবে ফিনিশ করলে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে আর কোথাও কোন কোর্স না করেই ইন্টার্ন বা চাকরির চেষ্টা শুরু করে দিতে পারবে।

reload required

লাইভ কনচেপচুয়াল সেশন:

শিখতে দুই-একটা কনসেপ্ট প্রথম ধাক্কায় সবার কাছে ক্লিয়ার নাও হতে পারে। এইটা খুবই স্বাভাবিক। এইটা নিয়ে

মাথার চুল ছেঁড়ার কিচ্ছু নাই। কারণ প্রত্যেক মাইলস্টোন এ একটা বা দুইটা করে লাইভ কনসেপচুয়াল সেশন থাকবে। সেখানে নতুন নতুন প্রজেক্ট এর মাধ্যমে মেইন মেইন কনসেপ্টগুলো অল ক্লিয়ার শ্যাম্পুর চাইতেও ভালো করে ক্লিয়ার করে দেয়া হবে।

reload required

Advance ক্রাশ কোর্স (ACC):

প্রোগ্রামিং হিরোতে তুমি জাস্ট একটা কোর্স এ এনরোল করতেছো না। বরং লাইফ লং ওয়েব ডেভেলপমেন্ট শেখার মিশনে

হয়েছে এই কোর্সে। সো, এই কোর্স ভালোভাবে ফিনিশ করলে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে আর কোথাও কোন কোর্স না করেই ইন্টার্ন বা চাকরির চেষ্টা শুরু করে দিতে পারবে।

reload required

অফলাইন ভিডিও দেখার সুযোগ

তোমার ব্রডব্যান্ড নাই! মোবাইল ডাটা বা এমবি কিনে ভিডিও দেখতে হয়? একই ভিডিও বারবার দেখার জন্য যেন ইন্ট

রনেট খরচ করা লাগে? প্যারা নেয়ার কিছু নাই। আমাদের এন্ড্রয়েড এপ এর মাধ্যমে কোর্সের ভিডিও অফলাইন সেইভ করে বারবার দেখতে পারবে। বাড়তি কোন ইন্টারনেট খরচ ছাড়াই।

reload required

ইন্টারন্যাশনাল জব প্লেসমেন্ট:

গ্লোবালাইজেশন এর যুগে তোমার জব প্লেসমেন্ট এর টার্গেট কেন শুধু বাংলাদেশ কেন্দ্রিক হবে? বরং দুনিয়ার যে

কোন দেশে চাকরি/ইন্টার্ন পাওয়ার মতো লেভেলের হবে। সেজন্যই আমাদের SCIC এবং জব প্লেসমেন্ট টিম এর ফোকাস হচ্ছে তোমাকে দেশে বা দেশের বাইরের কোম্পানিতে ইন্টার্ন/জব এর জন্য রেডি করা। তোমার সিভি দেশে এবং দেশের কোম্পানিতে ফরওয়ার্ড করা।

কোর্সে যা কিছু আছে ;

reload
Continue course

Module-1 learn and explore something big. webdevelopment

Module-2 learn and explore something big. webdevelopment

Module-3 learn and explore something big. webdevelopment

Module-4 learn and explore something big. webdevelopment

Module-5 learn and explore something big. webdevelopment

Module-6 learn and explore something big. webdevelopment

Module-7 learn and explore something big. webdevelopment

Module-8 learn and explore something big. webdevelopment

Module-9 learn and explore something big. webdevelopment

Module-10 learn and explore something big. webdevelopment

Module-11 learn and explore something big. webdevelopment

Module-12 learn and explore something big. webdevelopment

Module-13 learn and explore something big. webdevelopment

Module-14 learn and explore something big. webdevelopment

Module-15 learn and explore something big. webdevelopment

Module-16 learn and explore something big. webdevelopment

Module-17 learn and explore something big. webdevelopment

Module-18 learn and explore something big. webdevelopment

Module-19 learn and explore something big. webdevelopment

Module-20 learn and explore something big. webdevelopment

Module-21 learn and explore something big. webdevelopment

Module-22 learn and explore something big. webdevelopment

Module-23 learn and explore something big. webdevelopment

Module-24 learn and explore something big. webdevelopment

Module-25 learn and explore something big. webdevelopment

Module-26 learn and explore something big. webdevelopment

Module-27 learn and explore something big. webdevelopment

Module-28 learn and explore something big. webdevelopment

Module-29 learn and explore something big. webdevelopment

Module-30 learn and explore something big. webdevelopment

Module-31 learn and explore something big. webdevelopment

Module-32 learn and explore something big. webdevelopment

Module-33 learn and explore something big. webdevelopment

Module-34 learn and explore something big. webdevelopment

Module-35 learn and explore something big. webdevelopment

Module-36 learn and explore something big. webdevelopment

Module-37 learn and explore something big. webdevelopment

Module-38 learn and explore something big. webdevelopment

Module-39 learn and explore something big. webdevelopment

Module-40 learn and explore something big. webdevelopment

Module-41 learn and explore something big. webdevelopment

Module-42 learn and explore something big. webdevelopment

Module-43 learn and explore something big. webdevelopment

Module-44 learn and explore something big. webdevelopment

Module-45 learn and explore something big. webdevelopment

Module-46 learn and explore something big. webdevelopment

Module-47 learn and explore something big. webdevelopment

Module-48 learn and explore something big. webdevelopment

Module-49 learn and explore something big. webdevelopment

Module-50 learn and explore something big. webdevelopment

মোট ১১ টা প্রোজেক্ট তুমি করবে

প্রোগ্রামিং কনসেপ্ট, স্কিল শেখানোর পাশাপাশি আমরা আরও বাড়তি ৫ টা প্রোজেক্ট করে দেখিয়ে দিবো তুমি এই ১১ টা
প্রোজেক্ট যেনও নিজে করতে পারো। কেউ এই ১১টা প্রজেক্ট বুঝে বুঝে করতে পারলে তাকে আর কেউ ঠেকাতে পারবে না।

Assignments
Assignments
Assignments
Assignments
Assignments
Assignments
Assignments
Assignments

ঝংকার মাহবুব

ঝংকার মাহবুব এক দশক ধরে প্রোগ্রমিং ও ওয়েব ডেভেলপমেন্টের সাথে জড়িত। বুয়েটের পড়ালেখা শেষ করার পর কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করেন আমেরিকার নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটি। তারপর সিনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন যুক্তরাষ্ট্রের নিলসেন কোম্পানিতে। বর্তমানে স্ত্রী কারিনা ইসলামসহ বসবাস করছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের সিলিকনভ্যালি এরিয়াতে। প্রোগ্রামিংকে সহজ, মজার ও গল্পের ছলে উপস্থাপন করা নিয়ে জনপ্রিয় তিনটা বই লিখে ফেলেছেন তিনি। বইগুলো হচ্ছে: হাবলুদের জন্য প্রোগ্রামিং, প্রোগ্রামিংয়ের বলদ টু বস, আর প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী। এছাড়াও দিক-নির্দেশনামূলক বই লিখেছেন: রিচার্জ your ডাউন ব্যাটারি ও প্যারাময় লাইফের প্যারাসিটামল। আর অবসর সময়ে, Jhankar Mahbub নামক ইউটিউব চ্যানেলে প্রোগ্রামিং ও স্টুডেন্টদেরজন্য দিক-নির্দেশনামূলক ভিডিও বানান।

কোর্স সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা

যারা ওয়েব ডেভেলপার হতে চায়। যারা একদম শূন্য থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়েব ডেভেলপমেন্ট শিখে তারপর ওয়েব ডেভেলপার হিসেবে কোন সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতে চায়, তাদের জন্য। যারা প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে তেমন কিছুই জানে না, তাদের জন্য। এমনকি যারা চার বছর CSE পড়েও কিভাবে কি করবে দিশা করতে পারতেছে না, গুছিয়ে তেমন কিছু শিখেনি, তারাও এই কোর্স থেকে কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট শিখে চাকরিতে এপ্লাই করতে পারবে। 😀

আমরা যেহেতু একদম শূন্য থেকে শেখাচ্ছি। তাই তোমাকে আগে থেকে তেমন কিছু জানা লাগবে না। তবে তোমার হাতে যদি সময় থাকে তাহলে এই তিনটা কাজ করে ফেলতে পারো। ১. ভিডিও দেখে দেখে জিনিসগুলো মাথায় ঢুকানোর জন্য একটুখানি ব্রেনের খালি জায়গা রাখতে হবে। ২. কোর্স এ জয়েন করলেই অটো ওয়েব ডেভেলপার হয়ে যাবে না। হার্ডওয়ার্ক করার, লেগে থাকার মেন্টালিটি থাকতে হবে। ৩. কোথাও আটকে গেলে হেল্প চাওয়ার মেন্টালিটি এবং লেগে থাকার ইচ্ছা রাখতে হবে।

সেটা কোর্স কারিকুলাম দেখলেই বুঝতে পারবে। তবে ছোট করে বললে, বলা যায়: বর্তমান সময়ে একজন সিরিয়াস ওয়েব ডেভেলপার হওয়ার জন্য যা যা লাগে, তার সবই আছে এই কোর্সে। যেমন ধরো HTML, CSS থেকে শুরু করে bootstrap, JavaScript, Git, ES6, REST API, server, JSON তো আছেই। তার সাথে সাথে আছে বর্তমান সময়ে সবচেয়ে বেশি চাকরি যে ফ্রেমওয়ার্ক সেই React, advanced React দিয়ে কমপ্লিট ওয়েবসাইট বানানোর সিস্টেম আছে। বাড়তি হিসেবে আছে node, database (mongodb), debug, problem solving, interview questions সহ আরো অনেক জিনিস আছে। আর পুরা কোর্সে তোমাকে ১১টা ওয়েবসাইট করে দেখানো হবে। আরো ১১টা ওয়েবসাইট থাকবে তোমার হোমওয়ার্ক হিসেবে। এই পুরা জিনিস কোন রকমে শেষ করতে পারলে, একজন উন্নতমানের জুনিয়র ওয়েব ডেভেলপার না হয়ে উপায় থাকবে না। 😀

কোর্সের ভিডিও গুলো প্রি-রেকর্ড থাকবে। তুমি একাউন্ট খুলে এই কোর্সে এনরোল করলে। ভিডিওগুলো কোর্স শুরু হওয়ার পরে থেকে প্রতিদিন একটা করে মডিউল দেয়া হবে। প্রত্যেকটা মডিউলে সাধরনত ১০ থেকে ১২ টা ভিডিও থাকে। এই ভিডিওগুলো যেদিন রিলিজ দেয়া হয়ে সেই দিনের মধ্যে তোমাকে দেখে ফিনিশ করতে হবে। তাই সেই হিসেবে কোর্সের জন্য প্রতিদিন ডেডিকেটেড সময় রাখতে হবে। এবং সেই সময়ের মধ্যে তুমি চাইলে শুয়ে-বসে, দাঁড়িয়ে-হেলিয়ে, পা দুলিয়ে, কোমর নাচিয়ে, কিংবা খাটের তলায় লুকিয়েও ভিডিও দেখতে পারবে।

তুমি যদি প্রতিদিন ১ থেকে দেড় ঘন্টা ধরে ভিডিও দেখো, তার সাথে সাথে এক্সট্রা ৪ থেকে ৬ ঘন্টা প্রাকটিস করো, তাহলে তোমার তিন মাসের মতো সময় লাগবে। তবে মাঝে মধ্যে হোমওয়ার্ক আর টেক এওয়ে প্রজেক্ট এর জন্য বাড়তি সময় বরাদ্ধ রাখতে হবে। হার্ডওয়ার্ক করার মেন্টালিটি নিয়ে আসতে হবে। ফাঁকিবাজি বা শর্টকাট করার কোন উপায় নাই।

আমরা কোর্সটি এমনভাবে সাজিয়েছি যেখানে একাডেমিক ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে না। তুমি যেকোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে এই কোর্সটি করতে পারবে। চাইলে ভার্সিটির স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, চাকরিজীবি, বেকার, প্রেমিক, পলাতক প্রেমিক, এমনকি ফোন ধরে না এমন প্রেমিকা সবাই যাতে শিখতে পারে সেজন্য একদম শূন্য থেকে শুরু করা হয়েছে।

প্রথমত লাগবে ডেডিকেটেড সময়। প্রতিদিন মাস্ট ৬-৮ ঘন্টা। সম্ভব হলে ৮-১০ঘন্টা( সময় না দিতে পারলে। হার্ডওয়ার্ক করার ইচ্ছা না থাকলে কোর্সে এনরোল করে কোন লাভ হবে না) দ্বিতীয়ত লাগবে একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার (যেখানে node, Visual Studio Code টাইপের সফটওয়্যার ইনস্টল করা যায়) আর তৃতীয়ত লাগবে মিনিমাম ২-১০ এমবিপিএস এর ইন্টারনেট। ব্রডব্যান্ড হলেই ভালো যাতে কোর্সের ভিডিও ভালোভাবে দেখা যায়। প্রফেশনাল ওয়েব ডেভেলপার হতে হলে মিনিমাম ৩ মাস সিরিয়াস হার্ডওয়ার্ক এর কথা মাথায় রেখে নামতে হবে।

এই কোর্সটা জাস্ট ভিডিও দেখার কোর্স না। কারণ এই কোর্সের পিছনে সব মিলিয়ে ৩০ জন প্রফেশনাল ডেভেলপার করছে। তোমার ১১টা এসাইনমেন্ট দেখবে। এসাইনমেন্ট এর মার্কস প্লাস ফিডব্যাক দিবে। আরো সাতজন ওয়েব ডেভেলপার থাকবে যারা তোমার যেকোন প্রশ্নের উত্তর ২৪ ঘন্টার মধ্যে দেয়ার জন্য রেডি থাকবে। তোমার কোড এ সমস্যা হলে সেটা স্ক্রীনশেয়ার করে সলভ করে নেয়ার জন্য ডেডিকেটেড ডেভেলপার থাকবে। এছাড়াও কোর্সের ওয়েবসাইট বানানোর জন্য ডেভেলপার, ভিডিও এডিটর, কোর্স মডারেটর, লাইভ কন্সেপচুয়াল সেশন, জব প্লেসমেন্ট সাপোর্ট, সব মিলিয়ে যতজন লোক কাজ করে তাদের সংসার তো আর ফ্রি ফ্রি চলতে পারবে না। সেজন্য এই কোর্সে নূন্যতম একটা ফি আমাদের রাখতেই হচ্ছে।

কোন টেনশন নাই। এখনই তোমার সমস্যা সম্পর্কে বিস্তারিত web@programming-hero.com এই ইমেইলে পাঠিয়ে দাও। অথবা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে জানাও। আমরা ঘুমিয়ে না থাকলে সঙ্গে সঙ্গেই রিপ্লাই দিবো। সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে উত্তর না পেলে, এই ইমেইল ওয়ালার খবর আছে।

একটা জিনিস ভালো করে খেয়াল করো। আমরা কিন্তু চাকরির গ্যারান্টি দিচ্ছি না। আমরা বলতেছি। তুমি মেইন কোর্স অনটাইমে ভালোভাবে ফিনিশ করলে তুমি SCIC তে যাবে। জব, ইন্টারভিউ রিলেটেড স্পেশাল ট্রেনিং পাবে। সেখানে হার্ডওয়ার্ক করলে আমাদের চারজন জব প্লেসমেন্ট টিম মেম্বার বিভিন্ন কোম্পানিতে তোমার সিভি/রেজুমি ফরওয়ার্ড করবে। সেই কোম্পানি তোমাকে ইন্টারভিউতে ডাকবে কি ডাকবে না। সেটা তাদের সিদ্ধান্ত। আবার ইন্টারভিউতে ডাকলে তোমাকে চাকরি দিবে কি দিবে না সেটা তাদের সিদ্ধান্ত। আমাদের দিক থেকে আমরা এইটুক কমিট করতেছি-- তুমি লেগে থাকলে আমরা তোমাকে হেল্প করবো। গাইড করবো। আমাদের কানেকশনগুলোতে তোমার সিভি ফরওয়ার্ড কর

আমরা কোর্সের জন্য একটা সিক্রেট ফেইসবুক গ্রূপ তৈরি করেছি। যেখানে আমি থাকবো, আমাদের সাতজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার থাকবেন, তোমাকে সাপোর্ট করার জন্য। আমাদের টার্গেট হচ্ছে--২৪ ঘন্টার মধ্যে তোমার সব প্রশ্নের উত্তর দেয়া। বেশিরভাগ সময় ইনস্ট্যান্ট উত্তর দেয়া হয়। গড়ে ৬-৮ ঘন্টার মধ্যে সব উত্তর পেয়ে যাবে। তাছাড়া লিখে কোডের ভিতরের প্রবলেম সলভ করতে না পারলে (শুক্রবার বাদে) প্রতিদিন দুই-তিনটা মিট সেশন থাকবে। যেখানে তুমি স্ক্রিনশেয়ার করে তোমার প্রবলেম সলভ করতে পারবে। আর কি লাগে? 😉

স্টুডেন্টদের ফিডব্যাক এবং যারা চাকরি পাচ্ছে তাদের ফিডব্যাক অনুসারে আমরা নিত্য নতুন মডিউল যোগ করি।

যদি আমাদের কোর্সের ফ্লো সাথে ফিনিশ করতে চাও এবং SCIC তে যেতে চাও-- তাহলে তোমার তেল বের হয়ে যাবে। কারণ ডেইলি ডেইলি ৬ ঘন্টা সময় না দিলে বা ছুটির দিনে বাড়তি সময় না দিলে আমাদের কোর্সের কনটেন্ট, এসাইনমেন্ট, প্রাকটিস প্রবলেম ফিনিশ করতে পারবে না। কোর্স এ আমরা যত ফ্যাসিলিটি দিচ্ছি তা তুমি নিতে পারবে না। তাই আমি বলবো এক্সট্রিম হার্ডওয়ার্ক করে লেগে থাকতে পারবে সেই মেন্টালিটি নিয়ে তুমি আসতে পারো।

এই কোর্সে WordPress বা freelancing রিলেটেড সরাসরি কিছু নাই। কারণ, এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে সফটওয়্যার কোম্পানিতে ওয়েব ডেভেলপার বলতে যেটা বুঝানো হয় সেটা হতে চায় তাদের জন্য। এছাড়া এডভান্সড লেভেলে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করতে গেলে HTML, CSS, bootstrap, JavaScript, এমনকি React ও জানতে হয়। সেগুলা এই কোর্স থেকে শিখতে পারবে। তবে freelancing বা WordPress কে এই কোর্স হাইলাইট করা হয়নি।

কোন টেনশন নাই। তোমার যত প্রশ্ন আছে সেগুলা মনের মাধুরী মিশিয়ে web@programming-hero.com এ পাঠিয়ে দাও। আমরা যত দ্রুত সম্ভব রিপ্লাই দিয়ে দিবো।

স্টুডেন্টের কোর্স সম্পর্কে মতামত